Hariharpara News আর্থিক প্রতারণার মামলায় মুর্শিদাবাদের হরিহরপাড়ার এক যুবককে গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিশ। মধ্যপ্রদেশের ইন্দোর জেলার কিষানগঞ্জ থানার একটি বিশেষ তদন্তকারী দল হরিহরপাড়া থেকে ঐ যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, হরিহরপাড়ার জয়কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ঐ গ্রামেরই বাসিন্দা আব্দুল রফ ওরফে লালচাঁদ শেখকে গ্রেফতার করা হয়।
Hariharpara News জানা গেছে, কিষানগঞ্জ থানায় গত ২৮ শে জুলাই আর্থিক প্রতারণার একটি মামলা রুজু হয় আব্দুল রফের বিরুদ্ধে। শুরু হয় তদন্ত। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন আব্দুল। ওই মামলার তদন্তে নেমে ইন্দোর জেলা পুলিশের একটি দল হরিহরপাড়ার আসে। হরিহরপাড়া থানার পুলিশের সহায়তায় ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ধারা 318(4) এ মামলা রুজু হয়েছে। শুক্রবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হয়েছে। সূত্রের খবর, ধৃতকে ট্রানজিট রিমান্ডে ইন্দোর নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।