Hariharpara News গভীর রাত থেকে বেলা পর্যন্ত চলছে এই কাজ। যে কাজে অসন্তুষ্ট এলাকার মানুষ। কী কাজ? অভিযোগ কী? হরিহরপাড়ার কালুদিয়াড় এলাকার বাসিন্দাদের অভিযোগ, জেসিবি থেকে জমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইট ভাটায়। জমির ক্ষতি হচ্ছে। শুধু তাই নয় দিনের পর দিন বেপরোয়া ভাবে ট্রাক্টর চলায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রতিবাদে বুধবার মাটি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালেন গ্রামের মানুষ। মাটি কাটা বন্ধ করতে এদিন গ্রামবাসীদের পক্ষ থেকে হরিহরপাড়া বিএলআরও অফিসে লিখিত অভিযোগও জমা দেওয়া হয়।
Hariharpara News স্থানীয়দের দাবি, কয়েক মাস ধরেই কালুদিয়াড় এলাকায় গভীর রাত থেকে চাষের জমিতে চলছে অবৈধভাবে মাটি কাটা। ৪ থেকে ৫টি জেসিবি মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে এবং ট্রাক্টরে করে সেই মাটি গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইট ভাটায়। ফলে রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের।
Hariharpara News এদিন গ্রামবাসীরা গণস্বাক্ষর করে বিএলআরও অফিসে মাটি কাটা বন্ধ করতে লিখিত অভিযোগ জানান। গ্রামবাসী সাদ্দাম হোসেন বিশ্বাস বলেন, প্রত্যেক দিন গভীর রাত থেকে সকাল পর্যন্ত চলছে মাটি কাটা। মানুষ রাস্তায় বেরোতে পারছে না। মাটি কাটা বন্ধ করতে হবে। প্রতিবাদে রুখে দাঁড়িয়েছে গ্রামের মানুষ।
Hariharpara News অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিকভাবে কোন পদক্ষেপ নেওয়া হয় কিনা সেদিকেই তাকিয়ে অভিযোগকারীরা।