Hariharpara News ‘গাছ লাগান, প্রাণ বাঁচান’, ‘ একটি গাছ, একটি প্রাণ’। শুধুই কি উক্তি? এই প্রশ্নই উস্কে দিল ফের। নতুন প্রজন্মকে কী শিক্ষা দিচ্ছি আমরা? সবুজে ভরা শিক্ষাঙ্গন যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় ঝাঁকে ঝাঁকে প্রাণচঞ্চলরা, সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেই মন খারাপের দৃশ্য। সবুজে ভরা শিক্ষাঙ্গনের সম্পদ এভাবে ধ্বংস! যে ঘটনায় কার্যত হতাশা গ্রাস করেছে স্থানীয় বাসিন্দাদেরও। উঠেছে চূড়ান্ত অসচেতনতার প্রশ্ন।
Hariharpara News আসা যাক মূল ঘটনায়। গরমের ছুটি। তালাবন্ধ হাই মাদ্রাসার গেট। এরই মাঝে চলছে এক কর্মকাণ্ড। মিশন গাছ লাগানো নয়! গাছ কাটার। নির্বিচারে একের পর এক গাছ কেটে ফেলা হচ্ছে স্কুলের আঙিনায়। সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। প্রকাশ্যে আসতেই শোরগোল। শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে আছে গাছের গুঁড়ি, ডাল, পাতা। গোপনে গাছ কাটার অভিযোগ হরিহরপাড়ার গোবরগাড়া হাই মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধেই। চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। স্থানীয়রা এই কাণ্ড জেনে খবর দেন ব্লক প্রশাসনের দরবারে। বড় বড় গাছ কেটে ফেলে বিক্রির অভিযোগ স্থানীয়দের। স্থানীয় এক বাসিন্দা আমির হামজা জানিয়েছেন, গাছ কাটার খবর পেতেই ব্লক প্রশাসন, থানায় অভিযোগ জানানো হয়েছে। গাছ কেটে বিক্রি করা হয়েছে। প্রধান শিক্ষকের নির্দেশেই সবটা হয়েছে। ৭ থেকে ৮ টি গাছ কেটে দেওয়া হয়েছে।
Hariharpara News গাছ কাটা ও গাছ চুরির অভিযোগে কাঠগড়ায় হাই মাদ্রাসার প্রধান শিক্ষক। কেন গাছ কাটা হল? গোবরগাড়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক বকুল আহম্মেদ বলেন, ‘ স্কুলের ভেতরে কিছু কাজ হবে বলেই কটা গাছ কাটা দরকার, তাই কাটা হয়েছে। গাছ লাগানো হবে, সৌন্দর্যায়ন হবে। এস আই কে, স্কুলের কোর কমিটি, কর্মীদের জানিয়ে আলোচনা করেই করা হয়েছে। লম্বু গাছ, যে কোন সময়ে ঝড়ে ভেঙে যেতে পারে। স্কুলের ভেতরে গাড়ি ঢুকতে অসুবিধা হয়। দেখতে ভালো লাগবে বলে আরও গাছ লাগানো হবে, মুক্ত মঞ্চ হবে।
Hariharpara News হরিহরপাড়ার স্কুল পরিদর্শক শর্মিষ্ঠা চক্রবর্তী বলেন, , স্কুলের পক্ষ থেকে মৌখিকভাবে ভাঙা গাছের ডাল কাটা হবে বলে জানানো হয়। তারজন্য ব্লক অফিস ও বন দপ্তরের অনুমতি নিতেও বলেন। পুরো বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে তদন্ত করে দেখা হবে।
Hariharpara News গাছ কাটার অভিযোগে ইতিমধ্যেই বিডিও -র দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগের পরিপ্রেক্ষিতে হরিহরপাড়ার বিডিও ছেরিং জাম ভুটিয়া, বলেন, ‘খবর পেয়েছি। ঠিক কী হয়েছে? রিপোর্ট দিতে বলা হয়েছে। পুরো ঘটনায় তদন্ত করে কোন আধিকারিককে জানিয়েছে সেটাও তদন্ত করে দেখা হবে।’ স্কুল প্রাঙ্গণে সংস্কারের কাজ হলেও বিকল্প কোন পথ কি ছিল না? কেন গাছ কেটে ফেলতে হল? শিক্ষাঙ্গনে গাছ কাটার ঘটনার তীব্র প্রতিবাদ এলাকায়।