Hariharpara News শনিবার ভরদুপুরে এমন ঘটনা ঘটবে যা কল্পনাও করতে পারেননি স্থানীয়রা। জমির পাট খেয়ে নেয় ছাগল, আর সেই ঘটনাকে ঘিরে ভাইয়ে ভাইয়ে ঝামেলা নিল বিরাট আকার। দুপক্ষের বচসা, বচসা থেকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। গুরুতর আহত বৃদ্ধ ও তাঁর দুই ছেলে। আহতদের কোমরে, হাতে, ঘাড়ে ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় হরিহরপাড়ার ধরমপুর খাঁ সাহেবপাড়া এলাকায়।
Hariharpara News ভাই ও ভাইপোদের উপর হামলার অভিযোগ দাদা ও তাঁর পরিবারের বিরুদ্ধে। জানা গিয়েছে, শনিবার দুপুরে ধরমপুর খাঁ সাহেব পাড়া এলাকায় পিয়ারুল খানের জমিতে ঢুকে পাট খেয়ে ফেলে তাঁর দাদার ছাগল। সেকথা বলতে গেলে পিয়ারুল খানের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ মনিরুদ্দিন খান, টিটু খান, বাবু খান ও খোকন খানের বিরুদ্ধে। আরও অভিযোগ, বাবাকে বাঁচাতে গেলে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় পিয়ারুল খানের দুই ছেলে সানুয়ার খান ও রুহুল খানকেও। আহত তিনজনকেই হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তিনজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
Hariharpara News এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পালিয়ে যায় বলেই অভিযোগকারীদের দাবি। হরিহরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।