Hariharpara News ফিল্মি কায়দায় সোনার গয়না ছিনতাই ! হল না শেষ রক্ষা

Published By: Imagine Desk | Published On:

Hariharpara News  ভর সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় হরিহরপাড়ার রুকুনপুর বলরামপাড়া এলাকায় এক মহিলার গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে কান থেকে সোনার দুল ছিনতাই। অভিযোগ পাওয়ার পরই পুলিশের জালে দুই ছিনতাইবাজ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার দুল। অন্যদিকে পুরনো দুটি ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রুকুনপুর বলরামপাড়া এলাকায় দুই বাইক আরোহী পথচারী এক মহিলার পথ আটকায়। গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে  সোনার কানের দুল ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতিরা। ঐ মহিলা হরিহরপাড়া  থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই রাইফুল সেখ ও হাসিবুল সেখ নামে দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে। ধৃতরা হরিহরপাড়া থানা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়  সোনার কানের দুল ও ধারাল অস্ত্র।

Hariharpara News অন্যদিকে প্রায় এক বছর আগে এক রাতেই হরিহরপাড়া থানার কেবলরামপুর ও প্রতাপপুর এলাকায় দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনায় রবিবার রাতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মনিরুল বিশ্বাস নওদার সোনাটিকুরি ও আসারুল শেখ বটকনাথপুর এলাকার বাসিন্দা। ধৃতরা দীর্ঘদিন ধরেই আত্মগোপন করেছিল বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। সোমবার চারজনকেই হেফাজতে চেয়ে বহরমপুর কোর্টে পাঠায় পুলিশ।