এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Hariharpara News: হরিহরপাড়ায় তৃনমূল অফিসে ধুন্ধমার ! ঘাট নিয়ে দুপক্ষের বিবাদ

Published on: August 21, 2022
Hariharpara TMC Office

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ঘাট নিয়ে বিবাদে ধুন্ধমার কান্ড ঘটল হরিহরপাড়ায়। হরিহরপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হরিহরপাড়া ঘাট মালিকদের ও মাঝিদের মধ্যে মিটিং চলাকালীন ঘটে এই কান্ড । দুপক্ষের মধ্যে আহত হয়েছেন চারজন। আহতদের নাম রতন মাঝি (৪৫), লক্ষণ মাঝি (৩৭), সুফল মাঝি(৫০) ও পরিতোষ মাঝি। সকলের বাড়িই হরিহরপাড়া থানার স্বরুপপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার হরিহরপাড়া তৃণমূল কার্যালয়ে অফিসে।

জানা গিয়েছে, হরিহরপাড়া ব্লকের ১৪ টি ঘাট। সেই ঘাটের মালিকরা একত্রিত হয়ে ফেরি ঘাট নতুন করে ডাকার জন্য মিটিং ডাকে। মিটিং চলছিল তৃণমূল কার্যালয়ে। মিটিং চলাকালীন সুন্দরপুর ফেরী ঘাট ও শিবনগর ফেরিঘাট এই দুই ঘাটের মালিকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। শুরু হয় বাঁশ লাঠি নিয়ে মারধর। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ দুই পক্ষের চারজনকে আটক করে নিয়ে আসে থানায়। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় তৃনমূল নেতা জয়নাল আবেদিনের বক্তব্য, ওই মিটিঙে তৃনমূলের কেও ছিল না।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now