Hariharpara Migrant Worker মুম্বইয়ে Mumbai আটক, তারপর নিখোঁজ! উৎকণ্ঠায় পরিযায়ী শ্রমিকের পরিবার

Published By: Imagine Desk | Published On:

Hariharpara Migrant Worker  চোখেমুখে একরাশ হতাশা। বাড়ির দালানে বসে থাকা বৃদ্ধা মা বলছেন, সংসারের হাল ফেরাতেই ছেলে ভিটে ছেড়ে মুম্বইয়ে Mumbai যায় মাস দুয়েক আগে। কিন্তু সেখানে এই ঘটনা! খবর পেয়ে আঁতকে উঠেছিলেন বৃদ্ধা মা। ছেলেকে ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার ধরমপুর অঞ্চলের বাসিন্দা খতেজান বিবি। তাঁর দুই ছেলেই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক। এক ছেলে সামিম খান। তাঁকেই বাংলাদেশি সন্দেহে আটক করে মুম্বই পুলিশ, এমনটাই দাবী পরিবারের।  কী বলছেন সামিমের মা? খতেজান বিবির অভিযোগ, ৮ দিন হয়ে গেল ছেলের কোন খোঁজ মেলে নি। কেমন আছে, কোথায় আছে কিছুই জানা নেই। বৈধ কাজপত্র, ভোটার কার্ড থাকা সত্ত্বেও আটক করা হয়েছে। চাই দ্রুত ঘরের ছেলে ঘরে ফিরে আসুক।

Hariharpara Migrant Worker   সামিম খানের আত্মীয় সজন, পাড়া প্রতিবেশীরাও উৎকণ্ঠায়। স্থানীয় এক বাসিন্দা মহিদুল সেখ বলেন, পাড়ার ছেলে বাইরে কাজে গিয়ে আটক হয়। স্থানীয় প্রাশাসনের সহযোগিতায় খোঁজ পাওয়ার অপেক্ষায় রয়েছে পরিবার। সম্প্রতি বেশ কজন পরিযায়ী শ্রমিককে মুম্বই থেকে আটক করে বাংলাদেশে পুশ ব্যাক করার চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। তালিকাও লম্বা। রবিবার বিকেলেই মুর্শিদাবাদের একাধিক পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতে পেরেছেন। রয়েছেন বর্ধমানের এক শ্রমিকও। ভগবানগোলার হোসেননগর পূর্বপাড়ার বাসিন্দা মেহেবুব শেখ, হরিহরপাড়ার নাজিমুদ্দিন মণ্ডল, বেলডাঙ্গার মিনারুল শেখ এবং বর্ধমানের বাসিন্দা মোস্তফা কামাল শেখ রাজ্যে ফিরেছেন।

Hariharpara Migrant Worker   সামিম খানের খোঁজ পেতে কী প্রক্রিয়া চলছে? রায়গঞ্জ থেকে হরিহরপাড়ায় ফিরবেন সামিম! আশাবাদী হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ। তিনি বলেন, রাজ্য সভার সাংসদ, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের West Bengal Migrant Workers Welfare Board চেয়ারম্যান সামিরুল ইসলাম অনেক চেষ্টা করেছেন। জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপারের মাধ্যমে চেষ্টা করে আজকে এই ফলাফল আমরা পাচ্ছি। নিরুদ্দেশ অবস্থায় ছিল। আমরা বাড়িতে পৌঁছে দিতে পারব। বাংলাদেশি বলে যেভাবে অন্যায় অত্যাচার হচ্ছে। তারা কাজে গিয়েছে, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে এভাবে নিরুদ্দেশ করে দেওয়া এটা অন্যায় হচ্ছে।

Hariharpara Migrant Worker   কী অভিযোগ?

Hariharpara Migrant Worker  অভিযোগ, মুম্বাইতে নির্মাণ শ্রমিকের কাজ করতে যাওয়া কিছু জন শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করে প্রথমে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর সেই শ্রমিকদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয় । বিএসএফ BSF ওই পরিযায়ী শ্রমিকদের মারধোর করে জোর করে পশ্চিমবাংলার সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেয় বলে অভিযোগ উঠছে ।

Hariharpara Migrant Worker   গোটা ঘটনায় আতঙ্কে পরিযায়ী শ্রমিকের পরিবার। সামিম খানের মা, আত্মীয়রা চাইছেন ছেলে ফিরে আসুন। প্রশাসনের সহযোগিতায় দ্রুত কোন পদক্ষেপ নেওয়া হোক।

আরও পড়ুন-

Migrant Workers বাংলাদেশে পুশ ব্যাকের পর ফেরানো হল পরিযায়ী শ্রমিকদের