Hariharpara হরিহরপাড়ায় যুবকের কাছে  ২৭ টা ATM কার্ড !

Published By: Imagine Desk | Published On:

Hariharpara মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এক যুবকের কাছ থেকে ২৭ টি এটিএম কার্ড ( ATM card)  উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯০ হাজার টাকাও। জানা গিয়েছে, ওই এটিএম কার্ডগুলি বিভিন্ন ব্যক্তির। সেই কার্ড ব্যবহার করে অনলাইন প্রতারণা এবং বিভিন্ন একাউন্ট থেকে টাকা তোলা হতো। সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত ওই যুবক।

উদ্ধার হওয়া এটিএম কার্ড

 

মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়ার Hariharpara  ধরমপুর থেকে মনিরুল ইসলাম নামে ২৯ বছর বয়সী যুবককে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানার পুলিশ । সাইবার থানায় দায়ের হয়েছে মামলা। পুলিশ এই প্রতারণা চক্র নিয়ে তদন্ত চালাচ্ছে।

আরও পড়ুনঃ সাইবার ক্রাইম রুখতে কড়া অভিযান, দু মাসে উদ্ধার কত টাকা?

Hariharpara কী কী ভাবে এই রকম প্রতারণা চক্র কাজ করে ?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংঘবদ্ধ সাইবার প্রতারকরা এখন গ্রামকে নিজেদের টার্গেট করছে  । এই দলগুলি  সাধারণ মানুষের ব্যাংকিং তথ্য হাতিয়ে নেয়  বিভিন্নভাবে।

  • ফোন কলের মাধ্যমে ফিশিং: ব্যাঙ্ক কর্মী সেজে ফোন করে মানুষকে প্রতারিত করে তাদের এটিএম কার্ড নম্বর, পিন বা ওটিপি জেনে নেয় ।
  • নকল লিঙ্ক পাঠানো: এসএমএস বা হোয়াটসঅ্যাপে নকল ব্যাঙ্কিং লিঙ্ক পাঠিয়ে গ্রাহকদের লগ-ইন তথ্য সংগ্রহ করে ।
  • ক্লোন কার্ড তৈরি: অনেক ক্ষেত্রে প্রতারকরা আসল এটিএম কার্ডের তথ্য ব্যবহার করে নকল (ক্লোন) কার্ড তৈরি করত এবং সেগুলি দিয়ে টাকা তোলা তোলে ।
  • বহু এটিএম কার্ড ব্যবহার: বিভিন্ন মানুষের কার্ড জোগাড় করে তারা টাকা তোলার কাজ ভাগ ভাগ করে করে , যাতে মূল ভুক্তভোগী বুঝতেই না পারে কোন এটিএম থেকে টাকা উঠল।

Hariharpara এর মধ্যে কোন মডেলটি হরিহরপাড়ার এই যুবক ব্যবহার করতো সেটা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Hariharpara সতর্কবার্তা পুলিশ সাধারণ মানুষকে সতর্ক করেছে—

  • কোনো অবস্থাতেই ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য, যেমন এটিএম কার্ড নম্বর, পিন, ওটিপি, অনলাইনে বা ফোনে কারও সঙ্গে ভাগ করবেন না।
  • সন্দেহজনক ফোন বা লিঙ্ক এলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ও স্থানীয় থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
  • এটিএম ব্যবহার করার সময় চারপাশে নজর রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
See also  মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন আতঙ্ক