এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Hariharpara Job Fair দেশ, বিদেশে চাকরির সুযোগ! ইন্টার্ভিউ দিতে ভিড়

Published on: July 5, 2025
Hariharpara Job Fair

Hariharpara Job Fair মুর্শিদাবাদের হরিহরপাড়া ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউটে শনিবার হয়ে গেল জব ফেয়ার। যে মেলায় চাকরির সুযোগ দিতে ১০ টি নামি- দামী কোম্পানি অংশ নেয়। আইটিআই, পলিটেকনিক, ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্ত সহ বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা এদিন জব ফেয়ারে অংশ নেন। একই সাথে একাধিক কোম্পানিতে রেজিস্ট্রেশন এবং ইন্টার্ভিউয়ের সুযোগ পান ইচ্ছুক চাকরিপ্রার্থীরা। প্রায় ৫০০ ছাত্র ছাত্রী এদিনের জব ফেয়ারে নাম নথিভুক্ত করান এবং ইন্টার্ভিউ দেন বলেই জানা গেছে। যদিও কাজের সুযোগ জেলার বাইরে। প্লেসমেন্ট বাইরে হলেও জব পাওয়াই মূল লক্ষ্য জানান ইন্টার্ভিউ দিতে আসা তরুণ, তরুণী।

Hariharpara Job Fair  মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে বহুবার জব ফেয়ার হয়েছে।  হরিহরপাড়ায় এই ধরনের উদ্যোগ একেবারেই নতুন। যা কাজের সুযোগ দেয় অন্যদিকে অভিজ্ঞতাও বাড়ায় বলেই মনে করছেন ছাত্র, ছাত্রীরা। জব ফেয়ার নিয়ে আশাবাদী চাকরিপ্রার্থীরা। বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা হাজির ছিলেন এদিন। আবেদনকারীদের সাথে সরাসরি কথোপকথন হয় তাদের। হরিহরপাড়া আইটিআই এ জব ফেয়ারের ব্যবস্থাপনাকে সাধুবাদ জানান বিভিন্ন কোম্পানির টেকনিক্যাল এক্সপার্টরা। দেশ ছেড়ে ভিন দেশেও কাজের সুযোগ থাকছে বলেই জানা যায়। ইন্টার্ভিউয়ের পর হয় বাছাই পর্ব। যোগদানের সময় ২১ হাজার টাকা বেতন, জানান জব ফেয়ারে অংশ নেওয়া কোম্পানির কর্তারা।

Hariharpara Job Fair হরিহরপাড়া আইটিআই কলেজের প্রিন্সিপ্যাল আর্মান গাইউম জানান, টেকনিক্যাল, নন টেকনিক্যাল কোম্পানি এসেছে। আইটিআই কলেজের পড়ুয়ারা যারা এবছর পাস আউট হচ্ছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ। আশেপাশের এলাকার ছাত্র ছাত্রীদেরও কাজের প্রয়োজন। সেই প্ল্যাটফর্ম আজ তারা পেয়েছেন। কোথায় যাবেন, কী কাজ করবেন, সঠিকভাবে গাইড করাই এই জব ফেয়ারের মূল লক্ষ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now