মামিনুল ইসলাম, হরিহরপাড়াঃ হরিহরপাড়ায় পঞ্চায়েতের বোর্ড গঠনের নির্দলের জয়ী প্রার্থী যোগ দিলেরন তৃণমূলে । মঙ্গলবার হরিহরপাড়া ব্লক তৃণমূল কার্যালয়ে হয় যোগদান। হরিহরপাড়ায় ১০ টি গ্রাম পঞ্চায়েতে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিহারিয়া পঞ্চায়েতে আটকে যায় তৃণমূল। বিহারিয়া পঞ্চায়েত হয় ত্রিশঙ্কু। ১৬টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয় ৭ জন, বিজেপির ৪ জন, সিপিআই(এম) এর ২ জনে, কংগ্রেস ও নির্দলের একজনকে জয়ী হন । তৃণমূলকে সংখ্যাগোরিষ্টতা পেতে দরকার ছিলও আরও দুজন। এদিন নির্দলের সাদেক আলী শেখ তৃণমূলে যোগ দিলেন। ব্লক তৃণমূল সভাপতি আহতাবউদ্দিন শেখ জানান, আরও কিছু জয়ী প্রার্থী দলে যোগ দিতে চাইছেন। এই পঞ্চায়েতে বোর্ড গড়বে তৃণমূলই। এই যোগদানের ফলে পঞ্চায়েতের বোর্ড গঠনের অনেকটাই কাছাকাছি চলে এলো তৃণমূল। মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতেই যোগদান বলে দাবি করেছেন সাদেক আলী শেখ। সাদেক আলীর মুখে শোনা গিয়েছে, গ্রামের মানুষের হয়ে কাজ করার কথাও।