এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Hariharpara Incident: হরিহরপাড়ায় পুলিশের জালে ডাকাত দল

Published on: June 20, 2024
Hariharpara Incident robbers arrest four robbers

Hariharpara Incident হরিহরপাড়ার মামুদপুর এলাকা থেকে গ্রেপ্তার ডাকাত দল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে লোহার রড, লাঠি, শাবল ও ধারালো অস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে মামুদপুর ফিল্ড এলাকায় তল্লাশি চালানোর সময় চারজনকে গ্রেপ্তার করা হয় ।

তাঁরা ডাকাতির উদেশ্যে জরো হয়েছিল বলে পুলিশের দাবি। ধৃত সাইদুল মেহেনা, আব্বাস মন্ডল, আলাউদ্দিন সেখ ও মিরাজুল সেখ হরিহরপাড়া থানা এলাকারই বাসিন্দা। তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় লোহার রড, লাঠি, শাবল ও ধারালো অস্ত্র। কোথায় ডাকাতির উদেশ্যে ছিল তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার সকলকে বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now