Hariharpara incident রাতের অন্ধকারে এলাকায় জটলা কীসের? কী উদ্দ্যেশ্যে জড় হয়েছিল দুষ্কৃতিরা? হল রহস্যের উদ্ঘাটন।
হরিহরপাড়ার সারিতলা মাঠ সংলগ্ন এলাকায় পুলিশের অভিযানে হল ছক বানচাল। কীসের ছক ছিল? জানা গিয়েছে, ডাকাতির উদ্দ্যেশ্য ছিল। সোমবার রাতেই সেই ডাকাতির ছক বানচাল করে গ্যাঙের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারাল অস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত জাকির হোসেনের বাড়ি দৌলতাবাদ এবং ইকবাল শেখ- নওদার বাসিন্দা। কোথায় ডাকাতির উদ্দ্যেশ্য ছিল তাদের? আর কারা রয়েছে এই গ্যাঙে? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের হেফাজতে নিতে বহরমপুরে কোর্টে পাঠায় হরিহরপাড়া থানা।
Hariharpara incident ডাকাতির ছক বানচাল! হরিহরপাড়ায় পুলিশের জালে দুই দুষ্কৃতি
By Imagine Desk
Published on: December 3, 2024










