Hariharpara incident বোনেদের বিয়ে দেওয়ার স্বপ্ন ভাঙল! সৌদিতেই থমকে গেল পরিযায়ীর জীবন

Published By: Imagine Desk | Published On:

Hariharpara incident বেকার ছিলেন, ভেবেছিলেন ভিন দেশে কাজে গেলে রোজগার হবে, স্বচ্ছল হবে পরিবার। ছোট বোনেদের বিয়ে দেবেন ধুমধাম করে। সেই আশা নিমেষেই থমকে গেল একটি ঘটনায়। দুর্ঘটনায় মুর্শিদাবাদের শ্রমিক পরিবারে নেমে এল শোকের ছায়া। একমাত্র ছেলেকে হারাল হরিহরপাড়ার সলুয়া গ্রামের বিলধারি পাড়ার দুস্থ পরিবার। এই পরিবারের ছেলে গোলাম মোস্তফা সেখ, আট মাস আগে গিয়েছিলেন সৌদি আরবে। ঠিক কী ঘটেছিল মোস্তফার সাথে? পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে সৌদিতেই দুর্ঘটনার কবলে পরে সে। মৃত শ্রমিকের মা আনজুরা বিবি জানান, ‘সাফাইয়ের কাজে গিয়েছিল ছেলে। এভাবে অকালে চলে যাবে ভাবতেও পারছিনা। তিন মেয়ে রয়েছে। স্বামীও অচল। ছেলের কাঁধেই ছিল সংসারের দায়িত্ব’।

Hariharpara incident যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয়রা বলছেন, কেউ আফ্রিকা, কেউ সৌদি, কেউ দুবাই, কেউ কাতার। ভালো উপার্জনের আশায় এলাকার ২৫% যুবক পরিযায়ী শ্রমিক। স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম জানান, মঙ্গলবারের ঘটনার খবর আসে বুধবার। এখন মৃতদেহ গ্রামে আনার চেষ্টা চলছে। প্রশাসনের হস্তক্ষেপ চাইছে সলুয়া গ্রাম।