Hariharpara incident রাস্তার ধারে ম্যাটাডোর রেখে বাড়িতে ঘুমোতে গিয়েছিলেন। সকালে গাড়ির কাছে আসতেই চক্ষু চড়কগাছ গাড়ি চালকের। গাড়ি থেকে চুরি গিয়েছে পেটি পেটি কীটনাশক! জানা গিয়েছে গাড়ির চালক বহরমপুর থেকে কীটনাশক গাড়িতে বোঝাই করেছিলেন। কথা ছিল নওদায় ডেলিভারি দেওয়ার। গাড়িতে ছিল ৯ পেটি কীটনাশক। শনিবার সকালে হরিহরপাড়ার মামদালিপুর এলাকায় গাড়ি চালক গাড়িতে আসতেই দেখেন গাড়ির ভেতর ফাঁকা। চুরি গিয়েছে গাড়িতে থাকা কীটনাশকের পেটি। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় হতবাক। কীভাবে বন্ধ গাড়ি খুলে পেটি পেটি কীটনাশক চুরি হয়ে গেল? প্রশ্ন স্থানীয়দের। খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। ঘটনাস্থলে আসে পুলিশ। খতিয়ে দেখা হয় অভিযোগ।
Hariharpara incident গাড়ি থেকে কীটনাশকের পেটি উধাও! চাঞ্চল্যকর অভিযোগ হরিহরপাড়ায়
By Imagine Desk
Published on: November 16, 2024















