এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Hariharpara incident দশ বছরের সংসারে ছিল না শান্তি! বধূর নিথর দেহ উদ্ধারে খুনের অভিযোগ

Published on: November 7, 2024

Hariharpara incident দশ বছর আগে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই সাংসারিক অশান্তিতে মানসিক শান্তি ছিল না। পরিবারের হস্তক্ষেপে কয়েকবার হয়েছে মীমাংসার চেষ্টা, বসেছিল গ্রামে সালিশি সভাও। কিন্তু হল না শেষ রক্ষা। ঘটে গেল বিপদ! মর্মান্তিক পরিণতিতে দুই সন্তানকে রেখে অকালে গেল প্রাণ! মৃতার পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাদের মেয়েকে। বৃহস্পতিবার সাত সকালে আম বাগান থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হরিহরপাড়া থানার লোচনমাটি এলাকায়। স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের। পরিবার সূত্রে জানা যায়, পাঁচ দিন হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ছিল শরিফা বিবি নামে ঐ মহিলা। ৫ ই নভেম্বর স্বাস্থ্য কেন্দ্র থেকে বাবার বাড়ি নিয়ে যাওয়া হয়। এরপরের দিন অর্থাৎ ৬ ই নভেম্বর স্বামীর সঙ্গে বাবার বাড়ি ইমামনগর থেকে শ্বশুর বাড়ি শংকরপুরে যায় শরিফা বিবি।

Hariharpara incident বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়ির পাশের গ্রাম লোচনমাটি এলাকায় আম বাগানে উদ্ধার হয় বধূর দেহ। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের জেরে স্ত্রীকে খুন করেছে স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যরা, অভিযোগ তুলছে বধূর বাবা, দাদা, বোন। গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে গাছ তলায় ফেলে রাখা হয়েছে বলেই অভিযোগ। এদিন হরিহরপাড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী ভাবে মহিলার মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত স্বামী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now