Hariharpara Hornet হরিহরপাড়ায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল এক বৃদ্ধের

Published By: Imagine Desk | Published On:

Hariharpara Hornet  মুর্শিদাবাদের হরিহরপাড়ায় Hariharpara  ভিমরুলের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধের । মৃতের নাম আয়ুব নবি শেখ ( ৭৪)  । হরিহরপাড়ার রুকুনপুর ঝাজা এলাকার ঘটনা । জানা গিয়েছে বুধবার সকালে বাড়ির পাশে বাশ বাগানে বাশ কাটতে গিয়ে আয়ুব নবি সেখের উপর ভেঙে পরে ভিমরুলের চাক। তাঁকে  বেশ কিছু ভিমরুলে কামড়ায় । অসুস্থ অবস্থায় প্রথমেওই বৃদ্ধকে  হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এদিন বিকেলেই তার প্রাণ যায়।

Hariharpara Hornet   ভিমরুলের কামড় সাধারণত বিপজ্জনক হয় কারণ এরা শরীরে বিষাক্ত পদার্থ ইনজেক্ট করে। ভিমরুলের বিষ শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে এটি অ্যানাফাইল্যাক্সিস Anaphylaxis নামে পরিচিত একটি গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়া ঘটাতে পারে, যা দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।অ্যানাফাইল্যাক্সিসের সময় শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ফুলে যায়, শ্বাসকষ্ট দেখা দেয়, রক্তচাপ দ্রুত হ্রাস পায় এবং হার্টের কার্যক্ষমতা বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া, অনেক ভিমরুল একত্রে আক্রমণ করলে এবং শরীরে একাধিক কামড়ের বিষ প্রবেশ করলে শরীরের বিষক্রিয়ার মাত্রা বেড়ে যায়, যা অঙ্গ বিকল করে দিতে পারে এবং মৃত্যুর কারণ হতে পারে। যদি কেউ ভিমরুলের কামড়ে অ্যালার্জিক প্রতিক্রিয়ার শিকার হন, তবে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া উচিত।