Hariharpara Gecko recovered খবর ছিল গোপনে। অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হল তিনজনকে। জিজ্ঞাসাবাদ তল্লাশি চালিয়ে পাচারের আগেই উদ্ধার হল বিরল প্রজাতির একটি তক্ষক। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোয়া বাজার এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানার পুলিশ। অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন জনকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় তক্ষক। অতি সাবধানে তক্ষকটিকে পাচারের কৌশল ছিল তিনজনের। যদিও সেই পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ। প্রাথমিক অনুমান, প্রায় এক কোটি টাকা বাজার মূল্য এই তক্ষকের। ধৃত সুজাউদ্দিন শেখ, ফিরোজ আহমেদ বেলডাঙার বাসিন্দা এবং প্রদীপ ঘোষ হরিহরপাড়ার চোয়া এলাকারই বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায়। তক্ষকটিকে পাচার করার অভিযোগে তিন ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ধারায় ভারতীয় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তিনজনকেই ৭ দিনের পুলিশ হেফাজত চেয়ে বহরমপুর কোর্টে পাঠায় পুলিশ। ধৃতরা এই তক্ষক কোথায় পেল এবং কোথায় পাচার করার টার্গেট ছিল- তদন্ত শুরু করে পুলিশ। এই পাচারকারীদের পেছনে কোনও চক্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
Hariharpara Gecko recovered তক্ষক ইংরেজি নাম- Gecko, বৈজ্ঞানিক নাম- Gekko gecko. দক্ষিণ এশিয়ায় বিপর্যস্ত একটি প্রাণী। ব্যাপক নিধনই বিপন্ন হওয়ার কারণ। অনেকে ভুলক্রমে তক্ষককে বিষাক্ত সরীসৃপ হিসেবে চিহ্নিত করেন। বাংলাদেশ সহ মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কাম্পুচিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন ও ফিলিপাইন সহ বিভিন্ন দেশে প্রায় ৬০০ প্রজাতির তক্ষকের বাস। এশিয়ান প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা ও আধুনিক চিকিৎসায় হাঁপানি, এইডস, ক্যান্সারের ওষুধ তৈরিতে এটি ব্যবহার করা হচ্ছে। কার্যত এ ওষুধ ও পরীক্ষা ফলপ্রসূ না হলেও তক্ষকের বিলুপ্তি ও শিকার চলছে অবৈধভাবে এবং অহরহ।