Hariharpara Disaster একটানা বৃষ্টিতে নেমে এল বিপর্যয়। ভেঙে পড়ল একাধিক মাটির বাড়ি। মুর্শিদাবাদের Murshidabad হরিহরপাড়া ব্লকের একাধিক জায়গায় বিপর্যয়ের মুখে অসহায় পরিবার । আশ্রয় নেই, পরের বাড়ির দালান কিংবা অস্থায়ী ছাউনি দিয়ে মাথা গোঁজার ঠাই খুঁজছেন ক্ষতিগ্রস্তরা। শ্রীহরিপুর নব্বইপাড়া এলাকার বাসিন্দা উপেন মন্ডলের মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অতিবৃষ্টিতে। ঘরের যাবতীয় জিনিসপত্র ধুলিস্যাৎ । বহু টানাপোড়েনের পরেও পাকা ঘর হয়নি। মাটির বাড়ির আশ্রয়টুকু হারিয়ে চোখে মুখে আতংকের ছাপ।
একই দুরাবস্থা হরিহরপাড়ার বেনেকোলা এলাকার রওশন আলী মন্ডলের পরিবারেও। ঘুমন্ত অবস্থায় আচমকাই ঘরের দেওয়াল ভেঙে যায় বলে জানান। তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে প্রানে বাঁচেন বৃদ্ধ দম্পতি। ক্ষতিগ্রস্ত গন্ধরা বিবির অভিযোগ, ব্লক ও পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজ হয়নি। কোন ত্রাণ সামগ্রী দেওয়া হয়নি।
পাশাপাশি শাহজাদপুর মালিথাপাড়া এলাকার বাসিন্দা খলিল শেখ এর বাড়ির দেওয়াল ভেঙে বিপত্তি। ভাঙা ঘরে উঠছে একাধিক অভিযোগ। যদিও হরিহরপাড়ার বিডিও BDO Hariharpara ছেরিং জাম ভুটিয়া Tshering Jam Bhutia ক্ষতিগ্রস্তদের সাহয্যের আশ্বাস দিয়েছেন। তিনি জানান, ব্লকে কন্ট্রোল রুম খোলা আছে। যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদেরকে ত্রিপল দেওয়া হবে।