মামিনুল ইসলাম, হরিহরপাড়াঃ ডাকাতির প্ল্যান ভেস্তে দিল পুলিশ। ডাকাতি করার আগেই ৪ দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো হরিহরপাড়া থানার পুলিশ । শুক্রবার মধ্যরাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সরিতলা মাঠ থেকে গ্রেফতার করা হয় চারজনকে। পুলিশের কাছে খবর ছিল, শুক্রবার মধ্যরাতে হরিহরপাড়ার সারিতলা মাঠ সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ৬ থেকে ৭ জন দুষ্কৃতীরা জড়ো হয়েছে। সেখানেই হানা দেয় পুলিশ। পালানর চেষ্টা করে সন্দেহভাজনরা। মাঠের মধ্যেই শুরু হয় ধরপাকড়। গাছ, জমির মধ্যে দিয়ে দৌড়ে পালায় ডাকাতরা । তবে ওই ডাকাত দলের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিরা পলাতক। পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম মতিরুল সেখ , সালাম সেখ , আমজাদ মন্ডল, জইনোদ্দিন সেখ ।শনিবার ধৃতদের জেলা আদালতে পেশ করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে হাসুয়া, কাটারি, রড, শাবল।
হরিহরপাড়ায় ডাকাতির ছক, অপারেশনের আগেই যে যেদিকে পারে দৌড়, গ্রেফতার চার
Published By: Madhyabanga News |
Published On:
