Hariharpara Community Hall বছরের শুরুতেই নতুন প্রজেক্ট! ৩ কোটির ‘কমিউনিটি হল’ হবে হরিহরপাড়ায়

Published By: Imagine Desk | Published On:

Hariharpara Community Hall মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে হরিহরপাড়া ব্লকের কমিউনিটি হলের শিলান্যাস হল বৃহস্পতিবার। প্রকাশ্যে এল কমিউনিটি হলের মডেলও। শিলান্যাস পর্বে হাজির ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, মুর্শিদাবাদের সাংসদ আবুতাহের খান, বিধায়ক নিয়ামত সেখ সহ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, প্রশাসনিক কর্তাব্যক্তি, বিশিষ্টজনেরা। কমিউনিটি হলের নির্মাণ কাজের সূচনা করেন বিধায়ক, সভাধিপতি। নারকেল ফাটিয়ে, ইট, সিমেন্টের গাঁথনি দিয়ে কাজের সূচনা হয়। মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা জানান, ” প্রায় ৩ কোটির এই প্রজেক্ট। প্রথম পর্যায়ে বরাদ্দ প্রায় ১ কোটি। জেলা জুড়েই উন্নয়নের কাজ করে চলেছে জেলা পরিষদ।”

Hariharpara Community Hall কমিউনিটি হল এর পরিষেবা পাবেন কারা?

Hariharpara Community Hall এই কমিউনিটি হলকে জনসাধারনের পরিষেবা দেওয়ার কাজে লাগানো হবে। সেক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে কোন স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোন সরকারি মিটিং কিংবা বিয়ে বাড়ির অনুষ্ঠানকেও।

Hariharpara Community Hall জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুজ্জোহা বিশ্বাস বলেন, ” সভাধিপতি থাকাকালীন দীর্ঘদিনের স্বপ্ন ছিল। যা আজ বাস্তবায়িত হল। জেলা জুড়েই নতুন নতুন প্রজেক্ট শুরু হচ্ছে।”

Hariharpara Community Hall কমিউনিটি হল তৈরি হতে চলায় উচ্ছ্বসিত স্থানীয়রা ও। হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ বলেন, “বহুদিন ধরেই পরিকল্পনা ছিল। অবশেষে কমিউনিটি হল তৈরি হতে চলেছে। হরিহরপাড়া জুড়েই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে”।