এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Hariharpara College ছাত্রীদের নিরাপত্তায় হরিহরপাড়া কলেজে আইসিসি-র সেমিনার

Published on: December 3, 2025
Hariharpara College

Hariharpara College কর্মক্ষেত্রে যৌন হেনস্থার ঘটনা এখন প্রায়ই সামনে আসে। কলেজে, হাসপাতালের মতো জায়গাতেও হেনস্থার মুখে পড়তে হয় মহিলাদের। সেসব নিয়ে বিস্তারিত আলোচনার জন্যে সেমিনারের আয়োজন করল হরিহরপাড়া (Hariharpara) হাজি এ কে খান কলেজ। ওই কলেজের সহকারী অধ্যাপিকা চন্দ্রানি পাল জানিয়েছেন, এই বিষয়ে বক্তব্য রাখার জন্যে শ্রীপৎ সিং কলেজ থেকে এসেছেন ড. মিতালি টিকাকার। এছাড়া রয়েছেন আইনজীবী সেরিনা বিশ্বাস। আইনজীবী আইনগত দিকগুলি ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। কেও যদি যৌন হেনস্তার মুখে পড়ে তাহলে তিনি কী ধরনের সহায়তা কলেজ থেকে পেতে পারেন তা তুলে ধরবার চেষ্টা এই সেমিনারের মধ্যে
করা হয়েছে।

আরও পড়ুনঃ Primary recruitment case ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল- জানাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Hariharpara College কলেজ ক্যাম্পাসে যৌন হয়রানি প্রতিরোধ, নিষেধাজ্ঞা এবং প্রতিকারের জন্য সেমিনারের আয়োজন করে এই কলেজের ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি বা আভ্যন্তরীণ তদন্ত কমিটি। মহিলা কর্মী ও ছাত্রীদের জন্য একটি নিরাপদ এবং সম্মানজনক কর্মক্ষেত্র ও শিক্ষাঙ্গন তৈরি করাই হচ্ছে এর মূল উদ্দ্যেশ্য। সেই কমিটি নিয়ে সজাগ করা হল ছাত্র, ছাত্রীদের। কীভাবে এই কমিটি কাজ করবে? কীভাবে কমিটির সাহায্য পাবেন জরুরি সময়ে? সব নিয়েই রাজ্যস্তরের সেমিনারের মূল বিষয় ছিল-একটি নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাসের দিকে: আইসিসির ভূমিকা এবং দায়িত্ব। দুই বক্তা ছিলেন জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের সহযোগী অধ্যাপক ড. মিতালি টিকাদর এবং আইনজীবী সেরিনা বিশ্বাস। কীভাবে কলেজে আইসিসি কাজ করবে? আইনগত দিক তুলে ধরা হয় কলেজের ছাত্র ছাত্রীদের তরফে।

Hariharpara College আইনজীবী সেরিনা বিশ্বাস বলেন, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা, কেও যদি অশ্লীল কথা বলেন, বা কাওকে খারাপভাবে স্পর্শ করেন, সম্মতি ছাড়া কেও স্পর্শ করলে যৌন হেনস্থা হচ্ছে। এক্ষেত্রে তিনি কর্মক্ষেত্র হিসেবে উদাহরণ দেন, কলেজ, হাসপাতাল, নার্সিং হোমের।
কীভাবে ইন্টারনাল কমপ্লেন্টস কমিটিকে অভিযোগ জানাবেন?
Hariharpara College আইনজীবী জানিয়েছেন, প্রথমে একটি ঘটনার বিবরণ লিখবেন। সেখানে অভিযোগ বিস্তারিত দিতে হবে। সেটা একবার হতে পারে। একাধিকবার হতে পারে। কলেজের IQAC এর তরফে এই আয়োজন করা হয়। প্রথম আইসিসির সেমিনার নিয়ে আশাবাদী কলেজ কর্তৃপক্ষ।

Hariharpara College আইকিউএসির কো অর্ডিনেটর ডঃ বিদিশা মুন্সি বলেন, এই সব ঘটনার কথা মাথায় রেখেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে প্রত্যেক কলেজে এই কমিটি গঠন করবার নির্দেশ দেওয়া হয়েছে। আমরাও চাইছি ভীষণভাবে আমাদের যে ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি রয়েছে সেটা শুধু থাকার জন্যে থাকা নয়। কার্যকরী ভূমিকা পালন করুক। এটা আয়োজন করা হয়েছে আমাদের যে ছাত্রী, শিক্ষিকা ও মহিলা কর্মীরা রয়েছেন তাঁদের জন্যে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। তাঁদের বোঝা দরকার যে কাদের কতটুকু অধিকার। মহিলাদের নিরাপত্তার বিষয়টি সামাজিক দায়বদ্ধতার জায়গা।
Hariharpara College উল্লেখ্য, এই কমিটি বাধ্যতামূলক। কিন্তু কোথাও তা সত্ত্বেও নামে তৈরি করা হয় বলে অভিযোগ। কথাও কোনও কাজ করে না এমন অভিযোগ ওঠে। সেক্ষেত্রে এই কলেজ সক্রিয় ভূমিকা নিল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now