এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Hariharpara College কীর্তিমান শিক্ষকের কলেজে ঢোকা বন্ধ হরিহরপাড়ায়। তদন্তে কমিটি

Published on: November 9, 2024
Hariharpara College

Hariharpara College  হরিহরপাড়া কলেজের স্যাক্ট শিক্ষক মিঠুন সেখের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ সামনে আসার পর অবশেষে হস্তক্ষেপ করল কলেজ Hazi A.K Khan College । শনিবার কলেজের জিবি’র বৈঠক হয়। সেই বৈঠকের পর কলেজের অধ্যক্ষ ডঃ গৌতম কুমার ঘোষ   জানান, ১০ তারিখ থেকে আর কলেজে ঢুকতে পারবেন না ওই স্যাক্ট শিক্ষক। অভিযোগের তদন্ত করবে কলেজের ইন্টারনাল কমপ্লেন সেল Internal Complaint Cell ।

Hariharpara College

Hariharpara College  মঙ্গলবার হরিহরপাড়া কলেজে স্যাক্ট শিক্ষক মিঠুন শেখের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি, ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল। শুক্রবার ফের ওই শিক্ষকের বিরুদ্ধে ফের মুখ খোলেন এক ছাত্রী। তিনি জানিয়েছিলেন , জুন মাসে তিনিও যৌন হয়রানি, নির্যাতনের শিকার হয়েছেন। বারবার এই ধরণের অভিযোগ উঠছে। ঘটনা ঘিরে ছড়ায় চাঞ্চল্য। অবশেষে নরেচড়ে বসল কলেক। কিন্তু সুবিচার কী পাবেন ছাত্রীরা ? থাকছে প্রশ্ন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now