Hariharpara Case দিনে দুপুরে সিআইএসএফ জওয়ানের স্ত্রীর গলা থেকে প্রকাশ্য রাস্তায় সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হরিহরপাড়া। জানা গিয়েছে রবিবার দুপুরে বহরমপুর থেকে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হরিহরপাড়ার রুকুনপুরে যাচ্ছিলেন এক দম্পতি । স্কুটি চালাচ্ছিলেন স্বামী সিআইএসএফ জওয়ান। পিছনে ছিলেন স্ত্রী। তাঁর গলায় ছিল সোনার চেন। হরিহরপাড়া থেকে রুকুনপুর যাওয়ার পথে হরিহরপাড়া হাইস্কুল সংলগ্ন এলাকায় বাইকে আসা এক দুষ্কৃতি মহিলার গলার ছিনতাই করে চম্পট দেয়। স্কুটি থেকে রাস্তায় পরে আহত হন মহিলা। তাঁকে চিকিৎসার জন্য হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ছিনতাইকারীর খোঁজ পেতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
Hariharpara Case জওয়ানের বাইকে পিছনে স্ত্রী । কোন সাহসে গলায় টান ?
Published By: Imagine Desk |
Published On: