Hariharpara book fair ফিরে আসুক বই পড়ার অভ্যাস, রকমারি বইয়ের সম্ভারে মেলা হরিহরপাড়ায়

Published By: Imagine Desk | Published On:

Hariharpara book fair উৎসবের মরশুমের পর এবার বই প্রেমীদের বই পড়ার উৎসব। পাঠ্য বইয়ের পাতার বাইরে পৃষ্ঠা উল্টে দেখা গল্প, উপন্যাস, সাহিত্য রকমারি বইয়ের। বিভিন্ন আঙ্গিকের বই নিয়েই সেজে উঠেছে স্টল। বই মেলার আনন্দে মেতে উঠল হরিহরপাড়া। এবছর ১১ তম বর্ষে পা দিল হরিহরপাড়া বই মেলা। হরিহরপাড়া ফুটবল ময়দানে হরিহরপাড়া জনকল্যাণ সমিতি আয়োজিত বইমেলার উদ্বোধন করেন বহরমপুর কলেজের প্রাক্তন অধ্যাপক মৃণাল কান্তি চক্রবর্তী। ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে বই মেলার শুভ উদ্বোধন করেন ব্লক ও জেলা প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্টজনেরা। হরিহরপাড়া জনকল্যাণ সমিতির সভাপতি স্বপন কুমার শাসমল জানান, বই মেলাকে টিকিয়ে রাখার দায়িত্ব সকলের। মেলায় আসুন, বই কিনুন। বই মেলা সুযোগ করে দিয়েছে বিভিন্ন আঙ্গিকের বই পড়ার।

Hariharpara book fair এবছর বই মেলায় ৩২ টি স্টল রয়েছে। ৬ ই নভেম্বর থেকে আগামী ৯ ই নভেম্বর পর্যন্ত বই মেলা চলবে। বই মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। উদ্বোধনী পর্বে অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় খুদেরা। কলকাতার বিভিন্ন প্রকাশনি সংস্থা স্টল দিয়েছে মেলায়। বাংলাদেশ থেকেও এসেছে প্রকাশনী সংস্থা। বিভিন্ন ধরণের, বিভিন্ন আঙ্গিকের বই – মেলার শোভা বৃদ্ধি করছে। প্রথম দিনেই পড়ুয়া, বই প্রেমীদের ভিড়, উৎসাহ ছিল চোখে পরার মতো। পড়ার বইয়ের বাইরে ভিন্ন স্বাদের বই পড়া এবং কেনার ক্ষেত্রে আগ্রহী পড়ুয়ারা।