Hariharpara Bomb ভোটের ফল ঘোষণার আগেই হরিহরপাড়া (Hariharpara) থেকে উদ্ধার তাজা সকেট বোমা। শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মহেশপুর গ্রামের। তিলের জমিতে তিল গাছ কাটার সময় কৃষকদের নজরে আসে তিনটি সকেট বোমা। আর তিনদিন পরেই ভোটের ফল ঘোষণা। এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য এই বোমা মজুত করে রাখা নাকি। তার তদন্তে হরিহরপাড়ার থানার পুলিশ। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কে বা কারা বোমা মজুদ করে রেখেছিল তার তদন্তে পুলিশ।
Hariharpara Bomb ভোটের ফল ঘোষণার আগে হরিহরপাড়ায় উদ্ধার বোমা
Published on: June 1, 2024









