Hariharpara গভীর রাতে চোরের উপদ্রব! প্রকাশ্যে সিসি ক্যামেরার ফুটেজ

Published By: Imagine Desk | Published On:

Hariharpara একেবারে ছক কষে ছিল চুরির মতলব। দেওয়াল ভেঙে দোকানে ঢোকার চেষ্টা! গভীর রাতে খুট খাট আওয়াজে ঘুম ভাঙে ভাড়াটিয়ার। তারপর যা ঘটল। গভীর রাতে মোবাইলের দোকানে চুরির চেষ্টায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। দেওয়াল ভেঙে দোকানে ঢোকার চেষ্টা দুষ্কৃতীদের। যদিও চুরি করা সম্ভব হয়নি। এই ঘটনা হরিহরপাড়া বাজার এলাকায়। জানা গিয়েছে, হরিহরপাড়া সবজি হাট লাগোয়া একটি মোবাইলের দোকানে শুক্রবার গভীর রাতে কিছু দুষ্কৃতি চুরির চেষ্টা করে। দোকানের দেওয়াল ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে। স্থানীয়রা গভীর রাতে দেওয়াল ভাঙার শব্দ পেয়ে দোকান মালিক আলমগীর কবিরকে খবর দেন। সঙ্গে সঙ্গে দোকান মালিক দোকানে আসলে পালিয়ে যায় দুষ্কৃতিরা। দুষ্কৃতিদের ছবি ধরা পরে সিসিটিভি ফুটেজেও।

Hariharpara দোকানের এক কর্মী মিলটন জানান, শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। ধাওয়া করতেই চোর পালায়। তিন থেকে চারজন ছিল। হাটের রাস্তায় সিসিটিভি ফুটেজে তাদের গতিবিধি স্পষ্ট। পরিকল্পনা করেই চুরির ছক ছিল বলেই মনে করা হচ্ছে। যদিও ভাগ্যক্রমে কোন কিছুই চুরি করতে সক্ষম হয়নি। পুলিশ তদন্ত করে দেখুক।

Hariharpara এই ঘটনায় হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক। কে বা কারা এই ঘটনায় যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।