Hariharpara আগ্নেয়াস্ত্র হাত বদলের আগেই গভীর রাতে হরিহরপাড়ার মশুরডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার এক কারবারি! ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মশুরডাঙা এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে চাদর গায়ে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি । ধৃত বরকত আলী হরিহরপাড়া থানার অন্তর্গত মহেশপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়। এর আগেও নাকি পুলিশের জালে ধরা পরেছিলেন এই ব্যক্তি। ধৃত ব্যক্তি বছর দশেক আগে নিজের স্ত্রীকেও খুনের অভিযোগে জেলও খেটেছেন। আগ্নেয়াস্ত্র কাকে দেওয়ার উদ্যেশ্য ছিল? ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার ৭ দিনের হেফাজতে চেয়ে বহরমপুরে কোর্টে পাঠায় পুলিশ।
Hariharpara কোথায় যেত আগ্নেয়াস্ত্র! পুলিশের জালে সন্দেহভাজন
Published By: Imagine Desk |
Published On: