Hariharpara রমজান মাসে গ্রাম জুড়ে হাহাকার। হরিহরপাড়ায় বিধ্বংসী আগুনে পুড়ে গেল পরপর চারটি বাড়ি। আগুনে সব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১০টা নাগাদ হরিহরপাড়া থানার অন্তর্গত তরতিপুর মধ্যপাড়া এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এদিন সকালে প্রথম আগুন লাগে আব্দুস সাদেকের বাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ছড়িয়ে পড়ে মুহূর্তে মধ্যে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। ছুটে আসেন স্থানীয় মানুষজন। জল ঢেলে বিধ্বংসী আগুন নেভানোর চেষ্টা চলে প্রাণপণ।
Hariharpara ক্ষতিগ্রস্ত এক পরিবারের সদস্য সারভানু বিবি জানান, পাশের বাড়ির আগুনে পুড়ে ছাই হয়ে যায় তাদের বাড়ির সর্বস্ব। চিৎকার করে পাড়ার লোকজন ডাকা হয়। কোনরকমে ঘর থেকে বেড়িয়ে প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা।
Hariharpara স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। যদিও ততক্ষণে আগুনের গ্রাসে চলে যায় চারটি বাড়ির সব কিছুই। বিধ্বংসী আগুনে ঘর বাড়ি, আসবাবপত্র, গবাদি পশু থেকে টাকা পয়সা সব হারিয়ে নিঃস্ব চারটি পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারের ঠাই হয়েছে খোলা আকাশের নীচে। সামনেই ঈদ। তার আগে এই ক্ষতিতে মাথায় হাত ক্ষতিগ্রস্তদের। সন্তান কোলে কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির মহিলারা। এই অগ্নিকান্ডে আব্দুস সাদেক, রবিউল মণ্ডল, রেন্টু আনসারী এবং মুক্তার মিঞার বাড়ি ভস্মীভূত হয়ে যায়। রমজান মাসে মাথা গোঁজার ঠাঁইটাও হারিয়ে কান্নার রোল গ্রাম জুড়ে। কীভাবে আগুন লাগল কারণ নিয়ে ধোঁয়াশায় ক্ষতিগ্রস্তরা। সব হারিয়ে এখন প্রশাসনিক সহযোগিতার দিকেই তাকিয়ে রয়েছেন।