Hariharpara: অসহায় অপেক্ষাঃ সৌদি থেকে দেহ ফিরল তিন মাস পর

Published By: Madhyabanga News | Published On:

মামিনুল ইসলামঃ সৌদি আরবে কাজে গিয়ে মৃত্যু হয়েছিল  হরিহরপাড়ার উত্তর পাড়ার এক পরিযায়ী শ্রমিকের। প্রায় তিন মাস পর মৃতদেহ বাড়িতে ফেরালো প্রশাসন। হরিহরপাড়া ব্লক প্রশাসনের সহযোগিতায় পরিযায়ী শ্রমিকের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হল। বুধবার রাতে ওই মৃতদেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবার সহ পরিজনেরা।

পরিবার সুত্রে জানা জায় প্রায় ৩ বছর আগে দুটো রোজগারের তাগিদে মুর্শিদাবাদের উত্তর হরিহরপাড়া থেকে সৌদি আরবের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল আসাদুল রহমান। ধারদেনা করে একটা পাকা বাড়ি তৈরি করে। কিন্তু লকডাউনে কাজ বন্ধ থাকায় রোজগার বন্ধ হয়ে যায়। এদিকে ধারদেনা শোধ করতে কাজের তাগিদে তারপর আর দেশে ফেরা হয়নি। পরিবারে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী সন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা যায় গত ৪ ঠা জুলাই থেকে জ্বরে অসুস্থ হয়ে ভুগছিলেন আসাদুল। ৬ই জুলাই সকালে বাড়িতে মা ও স্ত্রীয়ের সঙ্গে ফোনে কথাও হয়। জ্বরে অসুস্থতার কথাও জানিয়েছিলেন  । কিন্তু তারপর আর কোনো যোগাযোগ হয়নি আসাদুলের সঙ্গে। সহকর্মীরা বাড়িতে ফোন করে জানান মৃত্যু হয়েছে আসাদুলের। মৃত্যুর খবর জানতে পেরেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। তবে আর্থিক সামর্থ্য না থাকায় মৃতদেহ বাড়িতে এসে পৌঁছাবে কি তা নিয়ে চরম উৎকণ্ঠায় ছিল পরিবার। আসাদুলকে শেষবারের মত দেখতে সরকারি তৎপরতায় সৌদি থেকে দেহ নিয়ে আসার কাতর আর্জি জানিয়েছিল হরিহরপাড়া ব্লকের বিডিওর কাছে । সৌদি থেকে আসাদুলের দেহ নিয়ে আসার জন্য তার পরিবারকে সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়েছিল প্রশাসন । দীর্ঘ তিন মাস পর মৃতদেহ বাড়িতে পৌঁছালো বুধবার রাতে। বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবার-পরিজনরা শোকের ছায়া এলাকা জুড়ে।