Hand pulled rickshaws রামচন্দ্র বিশ্বাস, বহরমপুরঃ দিনকে দিন কমছে যাত্রী সংখ্যা। সংসার চালানোয় দায় হয়ে উঠেছে হাত রিক্সা চালকদের (Hand pulled rickshaws)। বহরমপুরে কেমন আছে রিক্সো চালকেরা। আগে যেখানে স্টেশন থেকে বাসস্ট্যান্ড সর্বত্রয় রমরমা ছিল রিক্সোর এখন তা বদলেছে। রিক্সায় জায়গায় বাজার করেছে টোটো। ব্যাটারি চালিত তিন চাকার যানের কাছে আজ ব্রাত্য হতে বসেছে পায়ে টানা রিক্সা। কি বলছেন রিক্সা চালকেরা।
আগে যেখানে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা রোজগার ছিল এখন ১০০ টাকা রোজগার করতে হিমশিম খেতে হচ্ছে রিক্সা চালকদের। কেউ ৩৫ বছর, কেউ আবার ৩০ বছর ধরে রিক্সা চালিয়ে আসছেন। তবে বিকল্প কাজ না থাকায় রিক্সাকেই ভর করে সংসার চালাচ্ছেন অনেকে। আগামী দিনে সংসার চলবে কি করে তা নিয়ে সংশয়ে অনেকেই।
কারও বাড়ি জিয়াগঞ্জ (Jiaganj), কারও বাড়ি চুনাখালি। কেউ ভোরে কেউ আবার সকালে বাড়ি থেকে বেড়িয়ে বহরমপুর শহরে রিক্সা চালান দিনভর। তবে দিনের শেষে হাত গোনা কটা টাকা নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে হাড়খাটা এই সব মানুষগুলোকে। টোটোর দৌলতে যাত্রী না থাকায় আগামী দিনে কী বন্ধ হবে তিন চাকার রিক্সা।