এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

CV Ananda Bose in Murshidabad এস আই আর, হাসিনা আবহে মুর্শিদাবাদে পৌঁছলেন রাজ্যপাল

Published on: November 25, 2025
C V Ananda Bose in Murshidabad

CV Ananda Bose in Murshidabad দুদিনের সফরে মুর্শিদাবাদে (Murshidabad) পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। মঙ্গলবার সকালে রানাঘাট থেকে ট্রেনে তিনি বহরমপুর স্টেশনে আসেন। সেখান থেকে যান সার্কিট হাউসে। জেলা প্রশাসন সূত্রে খবর, সেখান থেকে তাঁর এদিনের প্রথম গন্তব্য জিয়াগঞ্জ।
C V Ananda Bose in Murshidabad

আরও পড়ুনঃ Mamata Banerjee ডিসেম্বরে মুর্শিদাবাদে CM মমতা বন্দ্যোপাধ্যায়, করবেন সভা

CV Ananda Bose in Murshidabad গতকাল রাজ্যপাল স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত পরিদর্শন করেন। এসআইআরআবহে এদিন তিনি সীমান্ত পরিদর্শন করছেন। সীমান্তে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে তিনি বিএসএফের সঙ্গে কথা বলতে পারেন। গতকাল হাকিমপুর সীমান্তে তিনি বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। স্টেশনে সাংবাদিকদের সামনে মুখ খোলেননি তিনি।

CV Ananda Bose in Murshidabad উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে মুর্শিদাবাদের দীর্ঘ সীমান্ত রয়েছে। এস আই আর আবহ ও বাংলাদেশে শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রেক্ষিতে অনুপ্রবেশ সমস্যা জলঘোলা করতে পারে। তারই মধ্যে রাজ্যপালের এই সফর। উল্লেখ্য, নির্বাচন কমিশন সোমবার জানিয়েছে, ইতিমধ্যে বাংলায় এস আই আরে ভোটার তালিকা থেকে ১০ লক্ষ নাম বাদ গিয়েছে।
CV Ananda Bose in Murshidabadএদিন সার্কিট হাউসে পুলিসের পক্ষ থেকের প্রথাগত সম্মান জানানো হয়। সেখানে বলা হয় এক ইন্সপেক্টর, এক সাব ইন্সপেক্টর, ২ জন এএসআই, ১২ কনস্টেবল পুরো টিমের সঙ্গে সেখানে আপনার তদারকির জন্যে সারিবদ্ধভাবে রয়েছে। উল্লেখ্য, এর বাইরে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা নিজস্ব নিরাপত্তা রক্ষী রয়েছে। বাইরে পুলিসের নিরাপত্তা ব্যবস্থা আছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now