এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Governor in Murshidabad সামসেরগঞ্জের জাফরাবাদে রাজ্যপাল সিভি আনন্দ বোস

Published on: April 19, 2025
Governor in Murshidabad

Governor in Murshidabad শনিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জাফরাবাদে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস  ।  ওয়াকফ ইস্যুতে বিগত ক দিন ধরে ঝড় বয়ে গিয়েছে সামসেরগঞ্জের ধুলিয়ান সহ বিস্তীর্ণ এলাকায়। হিংসা, অশান্তির জেরে প্রাণ গিয়েছে বাবা ও ছেলের। সেই জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে যান সিভি আনন্দ বোস। নিহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। রাজ্যপালের সামনে কান্নায় ভেঙে পড়েন নিহতদের আত্মীয় সজনেরা। বিচারের দাবির সাথেই স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি নিয়ে সরব হন নিহতের পরিবার।

নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ

 

Governor in Murshidabad পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বলেন রাজ্যপাল। রাজ্যপালকে দেখে এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানান গ্রামের মানুষ। কড়া নিরাপত্তার মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন রাজ্যপাল। নিজেদের অভাব অভিযোগ ক্ষোভের বিষয়টি স্থানীয়রা রাজ্যপালের সামনে তুলে ধরেন। রাজ্যপাল আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং এলাকায় শান্তি রক্ষার বার্তা দেন। রাজভবনের পিস রুমের নাম্বার দিয়ে যান রাজ্যপাল। নিহতের বাড়ি থেকে বেড়িয়ে জাফরাবাদ এলাকা ঘুরে দেখেন তিনি।

Governor in Murshidabad রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, সমস্ত অভিযোগ শোনা হল। অত্যন্ত সহমর্মিতার সাথে বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি রয়েছে এখানে। রাজ্য এবং কেন্দ্রের সরকারের কাছে এই বিষয়টি তুলে ধরা হবে অনুমোদনের জন্য। সরাসরি কথা বলার জন্য ফোন নম্বর দেওয়া হয়েছে। তারা শান্তি ও বিচার চাইছেন। তরা শান্তি এবং বিচার পাবেন। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব যাতে তারা বিচার পায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now