মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ বিস্কুট তাও আবার সোনার! ভগবানগোলায় সোনার বিস্কুট সহ গ্রেপ্তার দুজন। এর মধ্যে একজন স্বর্ণ ব্যবসায়ীও রয়েছে। পুলিশ সূত্রের খবর, সোমবার দুপুরে ভগবানগোলার পীরতলা এলাকা থেকে ২১ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত সফিউল্লা সেখ বেলডাঙার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে এতো টাকা কোথা থেকে সে পেয়েছে জানতে গিয়েই উঠে আসে সোনা পাচার চক্রের । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ভগবানগোলার এক স্বর্ণ ব্যবসায়ী সুরোজ চন্দ্র স্বর্ণকারকেও গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ১১৬ গ্রামের তিনটি সোনার বিস্কুট। ভগবানগোলার এসডিপিও সামির আহম্মেদ সাংবাদিক বৈঠকে জানান এই পাচার চক্রের সাথে আর কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।