Gold Smuggling বাংলাদেশ থেকে পাচার হয়ে আসা সোনা Gold উদ্ধার করল পুলিশ। উদ্ধার ১ কোটি টাকার বেশি মূল্যের সোনা। পুলিশ সুত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে মুর্শিদাবাদের রানিনগর থানার রাজানগরের দাদুরঘাট এলাকা থেকে সোনা পাচার করার সময় ধরা পড়ল দুই পাচারকারী। ধৃতদের একজন শিবনাথ মন্ডল (৫০)। বাড়ি রাজানগর। ও নগেন মন্ডল (৩৫)। তার বাড়ি সাগরপাড়া থানার নতুন বামনাবাদ। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ জানিয়েছেন, প্রথমে শিবনাথকে আটক করা হলে তার পকেট থেকে উদ্ধার হয় ১০টি সোনার বিস্কুট। যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। বাজারমূল্য প্রায় ১ কোটি ২৩ লক্ষ টাকা!
পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে নগেন মন্ডলের নাম। তাকেও দ্রুত গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, শিবনাথ পদ্মা নদীতে মাছ ধরার অজুহাতে সীমান্ত পেরিয়ে এক বাংলাদেশির কাছ থেকে সোনার বিস্কুট সংগ্রহ করে। ভারতীয় এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার জন্য তা পাচার করছিল। এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। তদন্তে নামছে বিশেষ দল।