মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদের বুকে ঘটে যায় এক হারহিম করা নৃশংস ঘটনা। দূর্গাপুজোর ঠিক দু’দিন আগে চার যুবক মিলে ধর্ষণ করে এক তরুণীকে। এবং সেই অবস্থায় তরুণীর ভিডিও করা হয়। বারবার হুমকি দেওয়া হয় ভিডিও ভাইরাল করে দেওয়ার। শেষমেশ ঘটনার কয়েকদিনের মধ্যেই সেই দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল করে দেয় অভিযুক্তরা। ভিডিও ভাইরাল হওয়ার পরেই নড়ে চড়ে বসে মুর্শিদাবাদের পুলিশ ও প্রশাসন। এবং তারপরেই ছক করে মুর্শিদাবাদ থানার পুলিশ আটক করে, ঐ চার অভিযুক্তকে।
মঙ্গলবার অর্থাৎ ১৭ই অক্টোবর লালবাগ মহকুমা আদালতের বিচারপতি দীপ্ত ঘোষের এজলাসে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়। কাকতালীয়ভাবে দুর্গাপুজোর ঠিক দু’দিন আগে ওই নৃশংস ঘটনায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হল। মুর্শিদাবাদের প্রথম সাইবার কেস যেটি সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় ৪৮ দিনের মধ্যে সাক্ষ্য সমেত সমাধান করেছেন। বুধবার, লালবাগ মহকুমা কোর্টে মুর্শিদাবাদে ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের যাবজ্জীবন সাজা ঘোষণা করল লালবাগ কোর্টের বিচারপতি দীপ্ত ঘোষ।
সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, যতদিন অভিযুক্তরা বেঁচে থাকবেন ততদিন তাঁদের জেলেই থাকতে হবে। এছাড়াও নির্যাতিতাকে সরকারের তরফ থেকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এবং চার অভিযুক্তদের দু’লক্ষ টাকা করে মোট আট লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন বিচারক। সব মিলিয়ে নির্যাতিতাকে বারো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান হয়।