এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Giria Sekendra রঘুনাথগঞ্জের গিরিয়ায় ধুন্ধুমার। অভিযোগ-পাল্টা অভিযোগ। তরজা

Published on: December 13, 2025
Giria Sekendra

Giria Sekendra  শনিবার সকাল থেকেই ফের উত্তপ্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার Raghunathganj PS  গিরিয়া। একাধিক  বাড়িতে হামলার অভিযোগ। আহত একাধিক। উত্তপ্ত গিরিয়া গ্রাম পঞ্চায়েতের পাতলাতোলা গ্রাম।   গিরিয়া গ্রামপঞ্চায়েতের প্রধান জুলমত খাতুনের স্বামী, স্থানীয় তৃণমূল নেতা মিঠুন সেখের বিরুদ্ধে হামলার অভিযোগ এক গোষ্ঠীর ।

Giria Sekendra কী অভিযোগ এক পক্ষের ?

আক্রান্তদের দাবি, তারাও তৃণমূল কংগ্রেসই করেন। অভিযোগ অস্বীকার অন্য পক্ষের। গিরিয়ার পাতলা টোলার বাসিন্দা সোহানুর বিবির দাবি করেছেন, তাঁরাও তৃণমূল কংগ্রেস করেন। পুরানো একটি খুনের মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল প্রধানের গোষ্ঠী। তার জেরেই এই ঘটনা।

আরও পড়ুনঃ রঘুনাথগঞ্জে TMC কর্মীর গেল প্রাণ ! দলেরই উপধানের বিরুদ্ধে অভিযোগ

স্থানীয় বাসিন্দা রাফিনা বিবির দাবি  , এদিন সকালে নদীর ঘাটে দুই পক্ষের মধ্যে বিবাদ বাঁধে। এক পক্ষের দাবি, পুরানো মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের অনুগামীরা। তার জেরেই এই ঘটনা।  ছিলেন খোদ গিরিয়া গ্রামপঞ্চায়েতের প্রধান জুলমত খাতুনের স্বামী, স্থানীয় তৃণমূল নেতা মিঠুন সেখও।

এই বছর জুলাই মাসের শুরুতেই  গিরিয়ার পাতলাটোলা গ্রামে খুন হন গিরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল সমর্থক বাবলু শেখ। সেই ঘটনায় অভিযোগ দায়ের হয় গিরিয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান কারু সেখের বিরুদ্ধে। সেই ঘটনার জেরেই এই ঘটনা বলে দাবি এক পক্ষের।

Giria Sekendra অভিযোগ অস্বীকার অন্য পক্ষের

যদিও অভিযোগ অস্বীকার অন্যপক্ষের। তাঁদের দাবি, ঘাটের টাকা নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা। মারধর করা হয় ঠিক প্রধানকেই।গিরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য  আবু বাক্কার সেখ বলেছেন, “প্রধানের উপরই হামলা করা হয়। যারা হামলা করেছেন তাঁরা তৃণমূল করেন না”। দুই পক্ষের বিবাদে ফের উত্তর গিরিয়া। ব্যুরো রিপোর্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now