এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Ghee benefits for Skin স্বাস্থ্য উপকারিতার সাথেই ত্বকের জেল্লাও বাড়ায় ঘি!

Published on: June 24, 2025
Ghee benefits for Skin 

Ghee benefits for Skin  ঘি, এই নামটার সাথেই জড়িয়ে আছে এক অদ্ভত আবেগ। ধোঁয়া ওঠা গরম ভাত হোক কিংবা তাওয়ায় ভাজা পরোটা- ঘি-এর গন্ধ মন মাতায়, মুগ্ধ করে স্বাদ।  Clarified butter বা ঘি যাই বলুন না কেন, ঘি ভালোবাসেন না এমন তালিকাও কিন্তু খুব একটা দীর্ঘ নয়। আমরা কম বেশী প্রত্যেকেই জানি যে ঘিয়ের স্বাস্থ্য উপকারিতা বহু। অনেক অসুখ, বিসুখ থেকে রক্ষা পাওয়া যায় যদি নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘি খাওয়া হয়। কিন্তু জানেন কি? এই ঘি শুধু খেলেই হবে না। ত্বক ঝকঝকে করতেও দারুণ কাজে দেয়।  এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ঘি দিয়ে রূপচর্চা কীভাবে? ঘি মুখে মাখবেন? উত্তর কিন্তু হ্যা। কীভাবে ব্যবহার করবেন তার কিছু সহজ পদ্ধতি থাকল আপনাদের জন্য।

 

Ghee benefits for Skin পদ্ধতি-

Ghee benefits for Skin  ঘি ১ চামচ, কফি, বেসন, হলুদ আর চিনি মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। তারপর কিছুক্ষণ রেখে উষ্ণজলে মুখ ধুয়ে নিন। দেখবেন পাঁচ মিনিটেই ফিরবে ত্বকের জেল্লা। ঘুম থেকে উঠে অল্প একটু ঘি মেখে নিন মুখে। তারপর কিছুক্ষণ রেখে একটা ভেজা কাপড়ে মুখ মুছে নিন। দেখবেন সারা দিন ত্বকে একটা জেল্লা বজায় থাকবে। ঘিয়ের সঙ্গে একটু জাফরান মিশিয়ে নিন। তার পর পনেরো মিনিট মাসাজ করুন। দেখবেন চটজলদি সারা মুখে জেল্লা ফিরে আসবে। ঘিয়ের মধ্যে কমলালেবুর খোসা দিয়ে অল্প করে ফুটিয়ে নিন। ঠান্ডা করে সেটা ত্বকে মেখে নিন। কিছুক্ষণ রেখে উষ্ণজলে ধুয়ে ফেলুন। দেখবেন সারাদিন তরতাজা লাগবে। একটি পাত্রে দুচামচ ঘি নিয়ে হালকা করে ঘি গরম করে নিন। রাতে শোয়ার আগে, সেই ঘি ঠান্ডা হয়ে গেলে ভালো করে মুখে মেখে নিন। ৫ মিনিট মতো মাসাজ করুন। তার পর উষ্ণ জলে মুখ ধুয়ে, ময়েশ্চারাইজার মেখে নিন।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now