মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ২০২৪ সালে ফেব্রুয়ারির মধ্যেই নশিপুর রেল ব্রিজ দিয়ে ছুটবে ট্রেন। শনিবার নশিপুর রেল ব্রিজ পরিদর্শনে এসে জানালেন পুর্ব রেলের জিএম অমরপ্রকাশ দ্বিবেদী । এদিন লালগোলা থেকে কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত বিভিন্ন স্টেশনে কাজ পরিদর্শন করতে আসেন পূর্ব রেলের জিএম। এর মাঝেই নশিপুর রেল ব্রিজের কাজ পরিদর্শন করেন রেল আধিকারিকেরা। এদিন পূর্ব রেলের জিএম অমরপ্রকাশ দ্বিবেদী জানান, ২০২৪ এর ফেব্রুয়ারির মধ্যেই নশিপুর রেল ব্রিজের উপর দিয়ে ট্রেন চলবে, তবে ডিসেম্বরে কাজ শেষ করার টার্গেট রয়েছে।
এদিন নশিপুরে রেল ব্রিজ পরিদর্শনের আগে লালগোলা ও মুর্শিদাবাদ স্টেসন পরিদর্শন করেন রেল আধিকারিকেরা। মুর্শিদাবাদ স্টেশনে মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিতি ও রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে কথা বলেন রেল আধিকারিকেরা। নশীপুরে ছিলেন বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্ত্তী । নেতারাও বলছেন, দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে চলেছে মুর্শিদাবাদ জেলার মানুষের। এই রেল সেতু চালু হলে এদিকে যেমন উত্তর ভারতের সাথে যোগাযোগ মসৃণ হয়ে তেমনি বাড়বে ব্যাবসায়ীক লেনদেনও।