এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Kandi Blast: বিকট আওয়াজ! কাড়ল শিশুর প্রাণ, ছারখার বাড়ি

Published on: November 12, 2025
Kandi Blast

নিজস্ব প্রতিবেদনঃ দিল্লির বিস্ফোরণের রেশ এখনও যায়নি। সর্বত্র তা নিয়ে চর্চা। বুধবার দুপুরে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল কান্দির গ্রাম। মৃত্যু হল এক শিশুর।  গুরুতর জখম একই পরিবারের ৫ জন। বিস্ফোরণের পর বাড়িতে আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িতে। আতঙ্কে ঘর ছেড়ে পালালেন বাসিন্দারা। কান্দি থানার (Kandi PS) রামেশ্বরপুরের কুমারসন্ড এলাকায় ডালিম শেখের বাড়িতে ঘটে এই দুর্ঘটনা। তবে স্থানীয়রা জানিয়েছেন, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে ওই দুর্ঘটনা ঘটে। পুলিস সূত্রেও জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার ফেটেই ওই দুর্ঘটনা।

Kandi Blast

Kandi Blast আশঙ্কাজনক অবস্থায় আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College Hospital) নিয়ে এলে তিন বছর বয়সী শিশুর মৃত্যু হয়। শিশুর মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারজুড়ে। জখমদের মধ্যে রয়েছেন আনিসুর সেখ (৪০), আল্লাদি বিবি (৩৫), রুলি বিবি (২৬), রিজবা বিবি (৩৫), এছাড়া এক নাবালিকাও রয়েছে।

আরও পড়ুনঃ Murshidabad Labour Dubai: এবার দুবাইয়ে আটকে ১১ পরিযায়ী শ্রমিক

আবুবাশার শেখ জানিয়েছেন, বেলা ১২ টার সময় রান্না করতে করার সময় আগুন ধরে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশেও। তাতে এক জনের মৃত্যু হয়েছে। আবদার হোসেন নামে ওই পরিবারের এক সদস্য জানিয়েছেন, ঘটনার সময় আমি বাইরে রামপুরে ছিলাম। এসে দেখলাম। মানুষ, গোরু পুড়ে গিয়েছে। ঘর পুড়ে গিয়েছে। সব আগুন ধরেছে। জেতস্নাহা বিবি কাঁদতে কাঁদতে জানিয়েছেন, আমি বাড়িতে ছিলাম না। এসে শুনছি।  কায়েসুদ্দিন শেখ নামে এক প্রবীণ জানান, রান্না হচ্ছিল। গ্যাস বিস্ফোরণের পর গোটা বাড়ি আগুন। যত বাড়ির লোক ছিল সব শেষ আগুনে। এই বাড়ির জামাইয়ের অবস্থা খুব খারাপ। শ্বশুর বাড়ি এসে রান্না করে খাচ্ছিল। অবস্থা খুব খারাপ।

Kandi Blast সোমবার দিল্লিতে ট্রাফিক সিগন্যালে ভয়ঙ্কর বিস্ফোরণে সতর্কতা বেড়েছে সর্বত্র। সংবাদমাধ্যম জুড়ে এখন শুধুই সেই খবর। আচমকাই বুধবার দুপুরে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল এলাকা। তাতে আতঙ্ক ছড়ায়। একটি বাড়ি থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। বিস্ফোরণের জেরে আগুন ধরে ঘরের সব আসবাব পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now