মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ মুর্শিদাবাদের সুতিতে জাতীয় সড়কে লরি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। ঘটনায় আটক করা হয়েছে লরি চালক ও খালাসিকে। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে আহিরন ফাঁড়ির পুলিশ আহিরন ব্রিজ সংলগ্ন এলাকায় নাকা চেকিং করছিল। তখনই জাতীয় সড়ক দিয়ে ফারাক্কা থেকে রঘুনাথগঞ্জের দিকে যাওয়া একটি লরি আটকায় কর্তব্যরত পুলিশ।
গাড়িতে তল্লাশি চালাতেই গাড়ির ডিকি থেকে উদ্ধার হয় থরেথরে সাজানো গাঁজার প্যাকেট। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গাড়ি থেকে উদ্ধার হয়েছে ৮৫ কেজি গাঁজা। এই ঘটনায় আটক করা হয় গাড়ি চালক ও খালাসীকে। তদন্ত করে পুলিশ জানতে পারে ওই বিপুল পরিমাণ গাঁজা কোচবিহার থেকে বারাসাতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এদিন জঙ্গিপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপুল কুমার মণ্ডলের উপস্থিতিতে এই গাঁজা সিজ করা হয়। আরও জানা গিয়েছে ধৃত দিপঙ্কর রায় ও তপন মণ্ডল মালদার গাজলের বাসিন্দা।