মাসুদ আলি, সামসেরগঞ্জঃ এবার কি আমাদের পালা ? শান্তনদীর পাড়ে আশঙ্কার কথা শোনালেন বছর ষাটের সালমা বেওয়া। চোখের সামনে তলিয়ে গিয়েছে ঘরবাড়ি। হুরমুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তিলতিল করে তৈরী করা বাড়ি। সর্বনাশের সাক্ষী সামসেরগঞ্জের উত্তর চাচন্ড। এবার ভাঙন আতঙ্ক শিকদারপুর গ্রামেও।
শনিবার রাতেই শিকদারপুরে গঙ্গা গর্ভে তলিয়ে গেল বেশ কিছু জমি । রবিবার সকালে গ্রামজুড়ে আতঙ্কের ছবি। নদীপাড় থেকে বাড়ি ঘর সরিয়ে নিচ্ছেন অনেকেই। সরিয়ে নিচ্ছেন আসবাব পত্র, প্রয়োজনীয় সরঞ্জাম।
এরপর কী ভাঙন এগিয়ে আসবে বসতি এলাকার দিকে ? আতঙ্ক আর সংশয়ে দিন কাটছে শিকদারপুরের মানুষের। শিকদারপুরের বাসিন্দা মাসারা বিবি বলেন, “জমি জমা তো কিছুই নেই। ভিটেটুকুই সম্বল। এটাও চলে গেলে কোথায় থাকবো ?”