Ganga River র‍্যালি থেকে নাটক, গঙ্গা পরিষ্কার রাখতে সচেতনতার বার্তা

Published By: Imagine Desk | Published On:

Ganga River ‘গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গিকার’ এই বার্তা নিয়ে গঙ্গাকে দূষণ মুক্ত করতে দিনভর নানান অনুষ্ঠান জঙ্গীপুরে। জেলা গঙ্গা কমিটি ও জঙ্গীপুর পৌরসভার পক্ষ থেকে ‘নমামি গঙ্গা‘ প্রকল্পে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে জঙ্গীপুর সদর ঘাটে চলে সাফাই অভিযান। ছাত্র ছাত্রীদের নিয়ে হয় শহর জুড়ে সচেতনতা মূলক র‍্যালি। বিকেলে সদর ঘাটে কুইজ প্রতিযোগিতা, পথনাটিকার মধ্যে দিয়ে গঙ্গা দূষণ রোধের বার্তা দেওয়া হয়। সন্ধ্যায় সদর ঘাটে সন্ধ্যা আরতিরও আয়োজন করা হয়। গঙ্গার জীব বৈচিত্র ধরে রাখার বার্তা দেওয়া হয় অনুষ্ঠান থেকে। অনুষ্ঠানে সামিল হন জঙ্গীপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী সহ অন্যান্য আধিকারিক এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।

Ganga River জঙ্গীপুর পৌরসভার ( City Mission Management Unit) সিএমএম বিজন রায় জানান, গঙ্গার জীব বৈচিত্র ধরে রাখা, যেখানে সেখানে আবর্জনা না ফেলা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কর্মসূচী ছিল। সাধারণ মানুষকে সচেতন করা হয়। গঙ্গা প্রশকার পরিচ্ছন্ন রাখার জন্য অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।