নদীর ধ্বস নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা

Published By: Imagine Desk | Published On:

Ganga Erosion Debate  আর ধ্বস না নামলেও ভাগীরথীর পার থেকে নিরাপদ স্থানে সরানো  হয়েছে রঘুনাথগঞ্জের Raghunathganj বৈকুন্ঠপুরের বেশ কিছু বাসিন্দাকে। তবে রাস্তার ধ্বস ও ফাটলে ভাঙ্গনের আতঙ্ক গ্রাস করেছে এলাকার বাসিন্দাদের। গত কয়েক দিন ধরেই বৈকুন্ঠপুরে ভাগীরথীর পারে ঢালাই রাস্তায় ফাটল শুরু হয়েছিল। এরপরই তা বসতে শুরু করে। শনিবার পর্যন্ত কয়েক ফুট করে বসে গিয়েছে রাস্তা। রাস্তার ফাটলে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। রাস্তার পাশেই রয়েছে ঘর বাড়ি। সেই সব বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

Ganga Erosion Debate স্থানীয়রা চাইছেন সমস্যা সমাধান হোক। নদী বাঁধ বাধানো হোক। যদিও এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। জঙ্গিপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান জাকির হোসেনের  দাবি তিনি আগেই পুনর্বাসনের দাবি জানিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে উপরমহলে বিষয়টা জানানো হয়েছে। এনিয়ে তৃণমূলকে বিঁধছে কংগ্রেস। বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর দাবি, বন্যা, ভাঙন হচ্ছে সরকার কী করছে ? মুর্শিদাবাদের ভুগোল  পালটে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা আদায়ের জন্য কেন তৃণমূল আন্দোলন করছে না ? স্থানীয়দের মধ্যে এখনও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সামসেরগঞ্জের মতো ভাঙ্গনের মধ্যে পরতে হবে না তো এই এলাকার বাসিন্দাদের।