এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Ganga Erosion: সামশেরগঞ্জের শিবপুরের পর এবার লোহরপুরে শুরু গঙ্গা ভাঙ্গন

Published on: July 30, 2024
Ganga Erosion

Ganga Erosion সামসেরগঞ্জের Samserganj   শিবপুরের পর এবার প্রতাপগঞ্জের লোহরপুরে শুরু গঙ্গা ভাঙ্গন। ভাঙছে গঙ্গা নদীর Ganges River পাড়।  আতঙ্কে ঘর বাড়ি ছাড়ছেন অনেকেই। সোমবার সকাল থেকে ভয়াবহ গঙ্গা ভাঙ্গন দেখা যায় নতুন শিবপুরে। নদী বঙ্গে বিলিন হয় একের পর এক বাড়ি থেকে জমি বাগান। সেই আতঙ্কের মাঝেই এদিন রাতে লোহরপুরে বেশ কিছুটা অংশে গঙ্গার পার ধ্বসে যায়। এতেই ভাঙ্গনের আতঙ্ক ছড়ায় এলাকায়। অনেকেই ভাঙ্গনের আশঙ্কায় ঘর বাড়ি ছেড়ে জিনিসপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। স্থানীয়দের দাবি এলাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে ভাঙ্গন প্রতিরোধের যে  কাজ শুরু হয়েছে তা যথেষ্ট নয় । এই ভাঙ্গন রোধের  সেই কাজ নিয়েও  প্রশ্ন উঠছে।

Ganga Erosion  স্থানীয় বাসিন্দা মহম্মদ সানাউর সেখ বলেন, ” রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ পাড়ার মানুষ ডেকে বলল নদী ভাঙছে । আতঙ্কে বাড়ি ছেড়ে চলে এসেছি। কী করবো কোথায় যাবো কিছুই বুঝতে পারছি না”। রাতে বেশকিছু জমি নদীর গর্ভে তলিয়ে গিয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now