Ganga Erosion “ মুখ্যমন্ত্রী ডেপুটেশন নেবেন না, সময়ও দেবেন না! তাই ভাঙন প্রতিরোধে এবার খোলা আকাশেই চিঠি দেব, রাজপালকেও দেব”, সামসেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এই কথাই শোনা গেল বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর Adhir Ranjan Chowdhury গলায় । ভাঙন প্রতিরোধ নিয়ে ফের দুষলেন রাজ্য সরকারকেই।
Ganga Erosion সোমবার বিকেলে সামসেরগঞ্জের শিকদারপুর গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় স্থানীয় কংগ্রেস Indian National Congress নেতা কর্মীদের নিয়ে যান ভাঙন দেখতে। ভাঙনের ভয়াবহতার কথা শোনেন অসহায় বাসিন্দাদের মুখ থেকেই। কংগ্রেস নেতাকে দেখে নিজেদের অভাব অভিযোগের কথা বলেন ভাঙন কবলিতরা। রাজ্য থেকে কেন্দ্র- দুই সরকারের বিরুদ্ধে ভাঙন প্রতিরোধ নিয়ে গাফিলতির প্রশ্ন তোলেন অধীর। ভাঙন এলাকার জন্য বাজেটে স্পেশ্যাল ফান্ডের প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের তুলোধোনা করেন অধীর । অধীর চৌধুরী বলেন, “এই সরকার গঙ্গার পাড় ভাঙন সমস্যার সমাধান করতে পারছে না, এমনকি ঘাটালের বন্যা সমস্যাও মেটাতে ব্যর্থ হয়েছে।”
Ganga Erosion যদিও অধীর চৌধুরীর ভাঙন পরিদর্শনকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল। সামসেরগঞ্জে তৃণমূলের বিধায়ক আমিরুল ইসলাম এদিন বলেন, উনি আগেও ভাঙন দেখতে এসেছেন। ফোন করে নদীপাড় বাঁধিয়ে দেওয়ার কথা বলেছেন। কোন কাজই হয় নি। উনি নাটক করছেন।