নিজস্ব সংবাদদাতা, সামসেরগঞ্জঃ ভূত চতুর্দশীর রাতে বসেছিল জুয়ার আসর। জমে উঠেছিল রাউন্ডের পর রাউন্ড। রাতের অন্ধকারে সামশেরগঞ্জের ভবানীবাটি হাটের আমবাগানে চলছিল জুয়া খেলা। গোপন সূত্রে খবর পেয়ে সেই বাগানে হঠাৎ হাজির হয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে ১১ জন জুয়াড়িকে। বাজেয়াপ্ত করা হয়েছে ৬ হাজার ৩৫০ টাকা। রবিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। সামশেরগঞ্জের পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর ছিল যে আমবাগানে বসবে জুয়ার আসর। জুয়ারীরদের উপর নজরও রাখছিল পুলিশ। আসর জমতেই হানা দেয় পুলিশের বাহিনী। সেখান থেকেই গ্রেফতার করা হয় ১১ জন জুয়াড়িকে। দিন পনেরও আগে লক্ষ্মী পুজোর রাতে সমসেরগঞ্জের তালতলা সাহেবনগর এলাকা থেকে ২১ জন জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ।
ভূত চতুর্দশীর রাতে জমে উঠেছিল জুয়ার ঠেক ! কী হল তারপর ?
Published By: Madhyabanga News |
Published On:
