মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ একবার না দু’বার না, পরপর তিনবার একইভাবে চুরির ঘটনা ঘটল আইসিডিএস সেন্টারে। প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে খাদ্যসামগ্রী ও আসবাব চুরি হল হরিহরপাড়ায়। হরিহরপাড়া গোবরগাড়া আইসিডিএস সেন্টারে এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আইসিডিএস সেন্টার ও প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা।
গোবরগাড়া কেন্দ্রের আইসিডিএস কর্মী বিলকিস সুলতানা জানান, এই নিয়ে তিনবার চুরির ঘটনা ঘটল গোবরগাড়া আইসিডিএস সেন্টারে। এদিন সকালে আইসিডিএসে আসার জন্য বাড়ি থেকে রওনা দেন। তখনই পাশের স্কুলের হেড মাস্টার ফোন করে জানান এই চুরির খবর। তারপরে তিনি সেন্টারে এসে দেখেন তালা ভেঙে দুষ্কৃতিরা এসে নিয়ে গেছে ছাতু, ডাল সহ বিভিন্ন সামগ্রী। এছাড়াও চুরি গেছে বেশ কিছু আসবাব। গোবরগাড়া আইসিডিএস সেন্টারে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানা পুলিশ। কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তার দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছে হরিহরপাড়ার পুলিশ।