নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়াঃ বুধবার সকালে তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়াল হরিহরপাড়ায়। শ্রীপুর আমতলাপাড়া এলাকায় ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় বয়াম ভর্তি তাজা বোমা। পুলিশ সূত্রের খবর, এদিন সকালে শ্রীপুর আমতলা পাড়া এলাকার স্থানীয়রা ঝোপের মধ্যে ওই বোমা ভর্তি বয়াম দেখতে পান। মাটির নিচে পোঁতা ছিল বোমা। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে। স্থানীয় বাসিন্দা হোসেন মন্ডল জানান, এলাকা থেকে এই বোমা উদ্ধারে আতঙ্কিত। এর পিছনে নিশ্চয় কোনও রাজনৈতিক চক্রান্ত আছে। কী কারনে কে বা কারা বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন সকালে ফারাক্কায় বোমা বিস্ফোরণে তিন শিশু জখম হয়।
হরিহরপাড়ার শ্রীপুর থেকে উদ্ধার তাজা বোমা
Published on: November 22, 2023









