নিজস্ব সংবাদদাতা, কান্দিঃ কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়কের কুলি চৌরাস্তা মোড়ে শৌচালয় থেকে উদ্ধার হল ঝোলা ভর্তি তাজা বোমা। বড়দিনের সকালের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই শৌচালয়ের পেছনে একটি ব্যাগে কয়েকটি সুতলি বোমা রাখা ছিল।
শৌচালয়ের দায়িত্বপ্রাপ্ত মানিক শেখ সোমবার সকালে প্রথম বোমার ব্যাগ দেখে স্থানীয় সিভিক ভলান্টিয়ারকে জানান। বড়ঞা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রাখে। বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। বড়দিনে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে কুলি এলাকায়। কীভাবে ওই জনব্যস্ত এলাকায় বোমা এল তার তদন্তে বড়ঞা থানার পুলিশ।