নিজস্ব সংবাদদাতা, জলঙ্গিঃ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা মুর্শিদাবাদের জলঙ্গি। সেখানকার চর উদয়নগর এলাকার বাসিন্দাদের নিয়ে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ওষুধ বিতরণ করা হল বিএসএফ ও স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে।
বুধবার বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের সহযোগিতায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জলঙ্গীর চর উদয়নগর কলোনি এলাকায় এই শিবিরের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক মতিউর রহমান জানান, “যেহেতু এটি চর এলাকা তাই বহু বয়স্ক মানুষ সহজে সু-স্বাস্থ্যের পরিষেবা পান না। তাঁদের জন্যই এই প্রচেষ্টা।”
মূলত সীমান্ত এলাকার বাসিন্দাদের সাথে বিএসএফ জওয়ানদের সম্পর্ক আরও দৃঢ় করতেই এই উদ্যোগ। এদিন সীমান্ত এলাকার বহু মানুষ শিবিরে অংশ নেন। বিএসএফ আধিকারিকদের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও এদিনের অনুষ্ঠানে সামিল হন।